ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে শুদ্ধাচার অনুশীলন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিচালক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক সমীর মল্লিক, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ শহর সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান। অনুষ্ঠানে ঝিনাইদহ পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনারে সমাজ সেবা কার্যালয়ের সেবাসমুহ আরও সহজীকরণ করতে অংশগ্রহণকারীদের সুপারিশ গ্রহণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।