ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ফুরসন্দী গ্রামে এ মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী গ্রামবাসী। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে গ্রামের কয়েক’শ নারী পুরুষসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন, ওই গ্রামের মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, শিক্ষক জসীম উদ্দিন, রবিউল ইসলাম, ভুক্তভোগি মোয়াজ্জেম হোসেন, বাচ্চু মোল্লা, সোনালী খাতুন, ওয়াশ্বিন বিশ্বাস, রেজাউল ইসলামসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, ফুরসন্দী গ্রামের মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ও তার ছেলে আব্দুল্লাহ এলাকার বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা ও হয়রানি করছে। তাদের হয়রানির শিকার হয়েছে এলাকার অনেকেই। তাই দ্রুত এর সুষ্ঠু তদন্ত করে নিরীহ মানুষকে মামলা থেকে অব্হোতি দেওয়ার আহবান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।