ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা ও মাস্কের ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের পায়রা চত্বর, আরাপপুর, হামদহ, বাসটার্মিনালসহ বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আদালত পরিচালনা করছেন।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনার ২য় ঢেউ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ দিনব্যাপি ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরার অপরাধে ৬০ জনকে ৩২ হাজার ৭’শ ৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও মাস্ক ব্যবহার করতে প্রচারণা চালানো হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।