জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
‘জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কারাবন্দীদের সাথে মাদক বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা কারাগারের অভ্যন্তরে এ আলোচনা সভার আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও সিও সংস্থা। জেল সুপার গোলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, ডেপুটি জেলার ডালিয়া রহমান, ইদ্রিস আলী, সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন, প্রধান হিসাব রক্ষক বদরুল আমীন। অনুষ্ঠানে মাদক মামলায় গ্রেফতার ২৫০ জন কারাবন্দী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কারাগারের জেলার নিজাম উদ্দীন। বক্তারা মাদকের কুফল সম্পর্কে কারাবন্দীদের অবহিত করেন। সেই সাথে সমাজ থেকে মাদক দূর করে কারাবন্দীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।