জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে মসজিদের ইমাম ও খতীবদের সাথে মতবিনিময় করেছে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। সোমবার দুপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, সদর থানার ওসি মঈন উদ্দিন। আলোচক ছিলেন পুরাতন জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মাদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন, সম্প্রতি ভোলায় যে ঘটনাটি ঘটেছে তা অনাকাঙ্খিত। এ ধরনের ঘটনা দেশের কোথাও যেন আর না ঘটে। ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আর যেন কোন বিশৃঙ্খলা না ঘটে এজন্য ইমাম ও খতীবদের কাজ করতে হবে। জুম্মার দিনে মুসল্লীদের এ সম্পর্কে সচেতন করতে হবে।
তিনি আরও বলেন, যদি কেউ ফেসবুকে এ ধরনের পোস্ট দেয় তবে তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে। আইনের মাধ্যমেই তাদের শাস্তি দেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।