জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে ভাষাসৈনিক মুসা মিয়া আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১এর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ৩টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, জাহেদী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ'র অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাড. এস এম মুনীর, ব্রিগেডিয়ার জেনারেল(অব.) মাহবুব হাসান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়ন একাদশ বনাম ৫নং কুমড়াবাড়ীয়া ইউনিয়ন একাদশ। টুর্ণামেন্টের প্রতিটি ম্যাচ ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।