ঝিনাইদহ প্রতিনিধি >>
অভিবাসন প্রক্রিয়া সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে ঝিনাইদহে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুবেল হাওলাদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে বৈধভাবে বিদেশে যাওয়ার প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। সেই সাথে মন্ত্রনালয়ের বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে সকলকে ধারণা প্রদাণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।