ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে শহরের পবহাটি এলাকায় অস্থায়ীভাবে বসবাসরত শতাধিক পরিবারের মাঝে ও শহরের বাস টার্মিনাল, কলার হাটসহ বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার উপকরণ বিতরণ করা হয়। ঝিনাইদহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি সৈয়দ আল ইমরান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা ও খানজাহান আলীসহ অনেকে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেন। এসময় তাদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।