ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহে বিসিক শিল্প নগরীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কেমিক্যাল বর্জ্যে নষ্ট হচ্ছে এলাকার আবাদি জমির ফসল। মাঠের পর মাঠ ধান ক্ষেত বিবর্ণ হয়ে যাচ্ছে।
জমির মালিক ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের কাজী খলিলুর রহমান জানান, বিসিক শিল্প নগরীর দক্ষিণ পার্শ্বে ধানহাড়িয়া চুয়াডাঙ্গা মৌজায় ৩৭ শতক ফসলি জমি রয়েছে তার। দীর্ঘ ৫/৬ বছর ধরে বিসিকে অবস্থিত মিমপেক্স এগ্রো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ময়লা কেমিক্যাল ও বর্জ্য তার ফসলি জমির ওপর পড়ছে। এতে করে জমি উর্বরতা হারিয়ে ফসল নষ্ট হচ্ছে পাশাপাশি পরিবেশ বিপর্যয় ঘটছে। বিষয়টি মিমপেক্স কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও তারা কোন কর্ণপাত করেনি বলে তিনি অবিযোগ করেন। তিনি সমস্যা সমাধানে ঝিনাইদহ বিসিক শিল্প নগরীর সভাপতি ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।