ক্রাইম পেট্রোল ডেস্ক:
‘এন্টিবায়োটিকের সফলতার, আপনি-আমি অংশীদার’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবু সাঈদ মোর্তজা। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, রোগ নিরাময়ে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহারে ও সেবনে চিকিৎসকদের পরামর্শ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।