জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের থানা এলাকার একটি দোকান থেকে বিপুল পরিমাণ নকল ও বিক্রয় নিষিদ্ধ প্রসাধনী জব্দ করেছে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, থানা এলাকার মশিউর স্টোর নামের একটি দোকানে নামি-দামি কোম্পানীর নকল ও বিক্রয় নিষিদ্ধ প্রসাধনী বিক্রয়ের জন্য সংরক্ষণ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় প্রায় দেড় লাখ টাকা মূল্যের প্রসাধনী জব্দ করা হয়। পরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালন সুচন্দন মন্ডল পাইকারি বিক্রেতা মশিউর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।