ঝিনাইদহ প্রতিনিধি :
‘সবাই মিলে করবো কাজ, গড়বো মোরা সুশীল সমাজ' এই শ্লোগানকে সামনে রেখে ভাষা শহিদদের স্মরণে ঝিনাইদহে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বেড়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে শহিদ মমিন স্মৃতি সংঘ ক্লাব। দিনব্যাপী এ ক্যাম্পে ওই এলাকার ৩ শতাধিক দু:স্থ-অসহায় রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। সেবা প্রদান করেন সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শাহীন ঢালীসহ ঝিনাইদহ সরকারি ম্যাটসের শিক্ষার্থীরা। এসময় রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সেসময় ক্লাবটির সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সম্পাদক আলম হোসেন, সদস্য মুজাহিদ পল্লব, হামিদুর, সজিব হোসেন, মনিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।