ঝিনাইদহ প্রতিনিধি :
আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন জেলার ২৪ টি দল নিয়ে ঝিনাইদহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মমতাজ মেহেদী বিগ ব্যাশ লীগ’ ফুটবল টুর্ণামেন্ট। রোববর সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লীগের লোগো উন্মোচন ও লীগের টাইটেল স্পন্সর চুক্তি স্বাক্ষর করা হয়। এসময় পবহাটি বিশ ব্যাশ লীগের চেয়ারম্যান ইমরান হোসেন সুজন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আহাদুর রহমান খোকন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান সবুজ, মমতাজ হারবাল প্রোড্রাক্টস এর বিশেষ প্রতিনিধি বিল্লাল হোসেন লিটুসহ অন্যান্যরা।
এসময় আয়োজকরা জানান, পবহাটি বিশ ব্যাশ লীগের আয়োজনে এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ আসর। লীগ ভিত্তিতে দেশের বিভিন্ন জেলার ২৪ টি দল অংশ নিবে এ লীগে। ডে-নাইট ভিত্তিতে অনুষ্ঠিত এ খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর। লীগটির স্পন্সর হিসেবে থাকছে মমতাজ মেহেদি। আগামী ১৩ ডিসেম্বর শহরের পবহাটি ফুটবল মাঠে এ খেলার উদ্বোধন করবেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।