ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর পৌরসভার আয়োজনে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়সহ বিভিন্ন জায়গায় মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়।সেসময় তারা পথচারী, দোকানী, চালক, শ্রমিক ও সাধারণ মানুষের হাতে মাস্ক,সাবান ও লিফলেট তুলে দেন। এসময় সদর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ আহমেদ সঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।