জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে দিকে বক্তব্য রাখছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. এম এ মজিদ। বক্তব্য চলাকালে সদর থানার ওসি মিজানুর রহমান কর্মসূচিতে বাধা দেয়। এসময় তিনি মানববন্ধনের ব্যানার কেড়ে নেন। পরে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করলে মানববন্ধন কর্মসূচির লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।