ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহ সদর উপজেলায় পিতার সাথে মেয়ের অনৈতিক সম্পর্কের মিথ্যা অপবাদ দিয়ে অসহায় একটি পরিবারের সবাইকে নির্যাতন করে গ্রামছাড়া করেছে প্রভাবশালী মাতাব্বররা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বারইখালী গ্রামে। এঘটনায় নুর আসলাম নামে এক মাতাব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। সে বারইখালী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
নির্যাতনের শিকার গোলাপী খাতুন গণমাধ্যমকর্মীদের জানান, তার মেয়ে তানজিলা আক্তার পারভিন (১৫) একই গ্রামের তালেবের ছেলে আকাশের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ছেলে- মেয়ে দুজনই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে বিয়ে দিতে আমরা অস্বীকৃতি জানাই। তবে গ্রামের মাতাব্বর নুর ইসলাম, ফরিদ, হামিদ ও বিল্লাল হোসেন আমার স্বামী ইদ্রিস আলীকে মেনে নিয়ে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয়। তাদের দাবি না মানায় আমার স্বামী ইদ্রিস আলী ও মেয়েকে ঘরের মধ্যে আটকে রেখে অনৈতিক সম্পর্কের মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করে।সালিশে মুখে চুনকালি দিয়েছে। আমাকেও হামিদ আর বিল্লাল শারীরিকভাবে খুব নির্যাতন করেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে অভিযোগ পেয়ে আমরা অভিযুক্ত মাতাব্বর নুর ইসলামকে আটক করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।