স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে করোনাভাইরাসের আক্রমণ থেকে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষকে রক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এর পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। শহরের শিল্পকলা একাডেমি চত্বর, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বরে রিক্সাচালক দিনমজুরসহ নানা শ্রেণি পেশার মানুষের মাঝে এ স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় তাদের স্বাস্থ্য সচেতন নানা পরামর্শ প্রদান করেন নেতৃবৃন্দ। এসময় জেলা যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুবলীগ নেতা শরিফুল ইসলাম মুক্ত, হেলাল উদ্দিন, আবুল কাশেম শান্ত, ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অপরদিকে শহরের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করেছেন জেলা যুব মহিলা লীগ। বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে খাবার তুলে দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. সালমা ইয়াছমিন। খাবার পেয়ে সন্তুষ প্রকাশ করেন তারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।