জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহে পালন করা হয়েছে জেল হত্যা দিবস। রোববার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেল হত্যা দিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাইসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সন্ধ্যায় ঝিনাইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় শহীদ জাতীয় চার নেতার আদর্শে দেশ গড়ার অঙ্গীকার করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। আর জাতীয় চার নেতার খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবিও জানান তারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।