ক্রাইম পেট্রোল ডেস্ক:
ঝিনাইদহে দিনব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে। আলোচনাসভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বালক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আবরার মাহমুদ নাবিদ, রানার আপ হয় কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাহেদ শাহরিয়ার অভি, ৩য় হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাকিব রায়হান, মেয়েদের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জুই খাতুন, রানার আপ ও ৩য় হয় একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী কুলসুম খাতুন ও জয়ায়রীয়া ফেরদৌস।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।