জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল শুক্রবার কোটচাঁদপুর বাসস্ট্যাণ্ডে অভিযান চালিয়ে সবুজ মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় তৈরী ৭২ বোতল ফেনসিডিল। সবুজ মন্ডল মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের হোসেন মন্ডলের ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন খবরের সত্যতা নিশ্চত করে বলেন, কোটচাদপুর শহরে চলন্ত বাস থেকে সবুজকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এদিকে আরেক স্থানে ঝিনাইদহ ডিবি পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দুই মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার ইস্তেফাপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে মাসুম ও লক্ষিপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে সাগর। ঝিনাইদহ ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের থানার সামনে থেকে গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশ দুই মোটরসাইকেল চোরেকে গ্রেফতার করে। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন খবরের সত্যতা নিশ্চত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।