ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর সড়ক দুর্ঘটনায় মুন্না হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন। নিহত মুন্না সদর উপজেলার পুটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। আহত সুমন একই উপজেলার গোবিন্দপুর গ্রামের সম্ভুর ছেলে। বুধবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এএসআই মজলেম তালুকদার জানান, দুপুরে হতাহতরা মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পাওয়ার ট্রিলারের ট্রলির সাথে সজোরে ধাক্কা দেয়। এতে ২ জনই গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সড়ক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করে। আহত সুমনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।