ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহে ‘সুশাসনের জন্য নাগরিক’সুজনের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে নাগরিক সংলাপে অংশ নেন বিভিন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
সুজন জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই নাগরিক সংলাপে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা: মুন্সী রেজা সেকেন্দার, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জুসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধার চর্চার বিকল্প নেই। তাই শুদ্ধাচার পালনে সকলকে এগিয়ে আসতে হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।