ঝিনাইদহ প্রতিনিধিঃ
তৃণমুল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে ঝিনাইদহে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপা, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, শফিকুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার, অ্যাড. জহিরুল হক জহির, বিষ্ণু পদ রায়, সাহিত্য ও কৃষি সম্পাদক সুমন আশরাফ, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আল-জুবায়েরসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মাজমাদার ও যুবনেতা ফিরোজ কবির। বক্তারা, জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ বুকে লালন করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।