ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে নতুন করে চিকিৎসকসহ আরো ৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (৯ মে) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ৪৭ টি নমুনার ফলাফলে ৪ টি পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে সদর হাসপাতালের ১জন মেডিকেল অফিসার, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ১জন সেবিকা এবং কোটচাঁদপুর উপজেলায় রিক্সাচালক বাবা ও ছেলে রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ জনে, যার মধ্যে ৯ জন চিকিৎসকসহ ২১ জন স্বাস্থ্য বিভাগের কর্মী রয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত নমুনা ফলাফলে সংখ্যা ৩৬৬ টি। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মুখপাত্র ও করোনা ইউনিটের চিকিৎসক ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আক্রান্তদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। নিয়মিত তাদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।