ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাঁড়ির সদস্যরা নিখোঁজ ইজিবাইক চালক সুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। রোববার মধ্যরাতে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এস আই মোখলেসুর রহমান তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। রোববার দুপুরে একজনের ফোন পেয়ে সুজন তার ইজিবাইক নিয়ে ডাকবাংলা বাজারে আসে। ছিনতাইকারীদের দেওয়া খাবার খেয়ে সুজন অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগে তারা সুজনের নতুন ইজি বাইকটা নিয়ে চম্পট দেয়। সুজন বংকিরা গ্রামের মরহুম আজগার আলী বিশ্বাসের ছোট ছেলে। সোমবার সকালে খবর পেয়ে সুজনের বড় ভাই শাহীন ও তার চাচা বঞ্চিত সংগঠনের চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুৎ সুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে দেয়। সুজনের শারীরিক অবস্থা ভালো হলে মামলা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। অক্ষত অবস্থায় সুজন ফিরে আসায় তার পরিবার-পরিজন মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।