ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহ সদরে অস্ত্র গুলিসহ শাহরিয়ার আহম্মেদ সোহাগ (২৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাকে কোরাপাড়া গ্রাম থেকে আটক করা হয়। সে ওই গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে কোরাপাড়া গ্রামে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। সে সময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে শাহরিয়ার আহম্মেদ সোহাগকে আটক করা হয়। পরে তার স্বীকারক্তি মোতাবেক ওই গ্রামের জনৈক নাজিম মেম্বারের পরিত্যাক্ত টিনের ঘর থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।