ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে গৃহবধু শাপলার লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও আত্মীয় স্বজনরা। শনিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার বাসীদেবপুর গ্রামে বিক্ষোভ করে বাজারে গিয়ে মানববন্ধন করে।
নিহতের পিতা সিরাজ জানান, তিন বৎসর পুর্বে সদর উপজেলার মথুরাপুর গ্রামের নাসির মন্ডলের ছেলে নয়নের সাথে বড় মেয়ে শাপলার বিয়ে হয়। এরপর থেকে শ্বশুর মেয়েকে কুপ্রস্তাব দিত। একবার সে বাড়ীতে এসে আর যেতে চায়না। পরে তাকে বুঝিয়ে শ্বশুর বাড়ী পাঠানো হয়। এরপর গত বুধবার শাপলার শাশুড়ি মেয়ে বাড়ী গেলে শ্বশুর জোরপুর্বক ধর্ষণ করতে যায় ।শাপলার চিৎকারে প্রতিবেশীরা চলে আসে। এঘটনায় ক্ষিপ্ত হয়ে জামাই নয়ন মেয়েকে নির্যাতন করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। প্রতিবেশীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এরপর অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করে ডাক্তার। পরে বৃহস্পতিবার রাতে মারা যায়।
মহিলা মেম্বার লাকী খাতুন জানান, শাপলা নরম স্বভাবের মেয়ে ছিল। আগেও এমন অত্যাচার করা হলে মুখ বুঝে সহ্য করত। লাশটি শনিবার পৌঁছালে গ্রামের লোকজন লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে ও বাসুদেবপুর বাজারে গিয়ে মানববন্ধন করে।
ঝিনাইদহ সদর থানার ওসি জানান, এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।