জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহে সকল সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ক্যান্সারে আক্রান্ত জাতীয় সঙ্গীত শিল্পী ফারহা ইসলাম জ্যোতির চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছেন। মঙ্গলবাল দুপুরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর হাত থেকে এঅর্থ গ্রহণ করেন জ্যোতির পিতা আব্দুল রউফ। এসময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক কর্মী নাজিম উদ্দিন জুলিয়াস, রাজু আহম্মেদ মিজান, বাবুল আক্তার লাল্টু, বিএম আনোয়ার হোসাইন,সুমন শিকদার, গোলাম কুদ্দুস, ঝিনাইদহ কালসার অফিসার জসিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় সাংস্কৃতিক কর্মীরা জানান, ঝিনাইদহের কৃতি সন্তান সংগীত শিল্পী ফারহা ইসলাম জ্যোতি জাতীয় পর্যায়ে ৫ বার পুরস্কার পেয়েছেন। প্রায় এক বছর আগে ওভারি ক্যান্সারে আক্রান্ত হয়। বর্তমানে সে মুম্বায়ের শুশ্রাত হাসপাতালে ডাঃ সুরেশ আদভানীর তত্বাবধানে চিকিৎসাধীন। তাকে সুস্থ করে তুলতে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। প্রায় ২ বছর যাবৎ এ চিকিৎসা চালাতে হবে। ওর বৃদ্ধ বাবার একার পে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। সহায় সম্বল বিক্রি করে তিনি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বক্তারা বলেন, আমার-আপনার সাহায্য ও ভালবাসাই পারে ওকে বাঁচিয়ে রাখতে এই পৃথিবীতে। জ্যোতিকে সাহায্য পাঠনোর ঠিকানা- সোনালি ব্যাংক ঝিনাইদহ শাখার হিসাব নং-২৪০৭৫০১০৩১২২৯। প্রয়োজনে যোগাযোগ-জ্যোতির বাবা আব্দুর রশীদ মোবাইল নং-০১৭১৬-০০৩১৯৬।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।