ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত নওশের আলী খাঁর ছেলে খোকন খাঁ (৫৫)। তিনি লীজ নিয়ে ১০ কাঠা জমিতে পান চাষ করেছেন। ভিটে বাড়ি ছাড়া তার আর কোন জায়গা-জমি নেই। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী নিয়ে তার পরিবার। অনেক আশায় বুক বেঁধে খোকন পাশ্ববর্তী বিজয়পুর গ্রামের অনিল ঘোষের কাছ থেকে ১০ কাঠা জমি বছরে ৬ হাজার টাকা করে ১০ বছরের জন্য লীজ নেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, সোমবার রাতের যে কোন এক সময় পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা তার পান বুরজের ১০ কাঠা জমির পান গাছের গোড়া উপড়ে ফেলায় পান গাছ মারা যায়। এতে তার প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়। তিনি আরও জানান, পান বিক্রি করে সারা বছর সংসার চালাতেন।
পোড়াহাটি ইউপি সদস্য জাহাঙ্গির হোসেন জানান, খোকন খাঁ একজন হতদরিদ্র এবং ভাল মানুষ। তার মতো মানুষের কোন শত্রু থাকার কথা না। তার পরেও কেন এমন কাজটি হলো আমরা ভেবে পাচ্ছি না। তিনি এই ন্যাক্বারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, আমার কাছে এমন কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।