জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপি ‘ক্রাশ প্রোগ্রাম’। মঙ্গলবার সকালে শহরের পাঁয়রা চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্বাস্থ্য বিধি মেনে চলাচল, মাস্ক পরা বাধ্যতামূলক করে সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। পরে শহরে পোস্ট অফিস মোড়, আরাপপুর, হামদহ, বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। যারা মাস্ক ছাড়া চলাফেরা করছেন তাদের জরিমানা করে মাস্ক দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনার ২য় ঢেউ প্রতিরোধে ঝিনাইদহে নানা কর্মসূচি হাতে দেওয়া হয়েছে। ক্রাশ প্রোগ্রাম এর মধ্যে একটি। আগামী ৩ দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।