জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকারের প্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্যসেবা কমিটির সদস্য জীবন কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওলিয়ার রহমান, সদর থানা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজা। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আশিকা আশরাফি আইভি।
আয়োজকরা জানান, জাইকার অর্থায়নে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার এর আয়োজনে ২ দিনব্যাপি এই কর্মশালায় সদর উপজেলার পোড়াহাটি, পাগলা কানাই ও মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অংশ নেয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।