ক্রাইম পেট্রোল ডেস্ক :
ঝিনাইদহে নন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষকরা ।আজ মঙ্গলবার সকালে শহরের মুজিব চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়। ঘন্টাব্যাপি চলা এই মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মহিউদ্দিনসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এসময় বক্তারা বলেন, এমপিও ভুক্ত না হওয়ায় দীর্ঘ ১০ থেকে ২৫ বছর যাবত শিক্ষকরা বিনাবেতনে মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।