জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে এবার রাস্তায় নামলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) শিশুরা। সোমবার সকালে পৌরসভার আনোয়ারুল আজীম ও আলহাজ্ব বদর উদ্দিন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি )বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ-মল্লিকপুর সড়কে ফয়লা গ্রামে বিদ্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করে তারা। এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আজমিরা চৌধুরী, সদস্য সোহেল আহমেদ, শিক্ষক শাহ আলম, অভিভাবক স্বপ্না বেগম প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে দাবি জানানো হয়, অতি তাড়াতাড়ি নুসরাত হত্যাকান্ডের সাথে জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার। এছাড়াও মানববন্ধনথেকে দাবি তোলা হয় মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান ও মেয়েদের জন্য নারী শিক্ষকের ব্যবস্থা করতে হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।