ঝিনাইদহ প্রতিনিধি :
আগামী ১৪ অক্টোবর ৫ ধাপে ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। সোমবার দুপুরে ঝিনাইদহের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীরা নির্বাচন কমিশনারের কাছে এই দুই উপজেলায় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই সাথে তিনি সবার সহযোগিতায় এ ৫ম ধাপের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম, নির্বাচন কর্মকতা রোকনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে নারীসহ ৫জন চেয়ারম্যান প্রার্থী, ১৩জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।