ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের কালীগঞ্জে ছালাভরা নামক স্থান থেকে ইজিবাইক ও মাহিন্দ্রসহ আন্ত জেলা চোর চক্রের ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ ভোর রাতে তাদের আটক করা হয়। আটকতরা হল, ঝিনাইদহের কালীগঞ্জের খামারাইল এলাকার লিয়াকত শেখের ছেলে মোস্তফা শেখ (৪৫), জেলা শহরের ভুটিয়ারগাতী এলাকার মৃত হারান মন্ডলের ছেলে ইস্রাফিল মন্ডল (৩৫), ডাকবাংলা এলাকার সনজের আলীর ছেলে চান আলী (২০), মহিষাডাঙ্গা এলাকার ইয়ামিন বিশ্বাসের ছেলে মমিন বিশ্বাস (২০) এবং কালীকাপুর এলাকার মৃত নুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
ঝিনাইদহ গোয়েনআদ পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, জেলার কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে একদল চোরচক্র চুরিকৃত ইজি বাইক ও মাহিন্দ্র বিক্রি করার জন্য জড়ো হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক আবুল খায়েরের নেতৃত্বে এস আই বদিউর রহমান, ওবাইদুর রহমান, এ এস আই ইমরুল, প্রদীপ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। সে সময় ঘটনা স্থল থেকে ৫ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে চুরি করা ১ টি ইজি বাইক ও ১ টি মাহিন্দ্র উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ইজি বাইকটি কালীগঞ্জের বলিদাপাড়া থেকে এবং মাহিন্দ্রটি যশোর এলাকা থেকে তারা চুরি করেছিল। আটকরা আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।