ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে অসহায় এক মেধাবী ছাত্রের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তার চিকিৎসার জন্য নিজেদের কাছ থেকে সংগ্রহ করা টাকা তুলে দিল অসুস্থ ওই শিক্ষার্থীর পিতার হাতে। গতকাল ঝিনাইদহ সরকারি কেসি কলেজ শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীর পিতা শরিফুল ইসলামের হাতে চিকিৎসা ব্যয় তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা মমিন হোসেন, নুর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কোটচাঁদপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র ইকবাল হোসেন গত ডিসেম্বর মাস থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসা ব্যয় বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সামান্য হলেও জেলা ছাত্রলীগের এই সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পিতা শরিফুল ইসলাম।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।