ঝিনাইদহ প্রতিনিধিঃ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শারীরিক অসুস্থতা বিবেচনায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কোলা (পূর্বপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মোঃ আব্দুর রশিদ মিয়াকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনাল। একই মামলায় নড়াইলের লোহাগড়ার নওয়া গ্রামের নবীর শেখের ছেলে দাউদ শেখও জামিন পান। সোমবার (৯ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী মাসের ১৫ ডিসেম্বর পর্যন্ত আসামী আব্দুর রশিদকে জামিন দেন। ট্রাইব্যুনালে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী এমএইচ তামিম। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামীর আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান আব্দুর রশিদ হার্টের সমস্যায় ভুগছেন। শর্ত হিসেবে তাকে পরিবার এবং আইনজীবীদের জিম্মায় জামিন দেওয়া হয়। ২০১৯ সালের ২৪ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার কোলা (পূর্বপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মোঃ আব্দুর রশিদ মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করে তদন্ত সংস্থা। এই তিন জনের বিরুদ্ধে ২০১৬ সালের ২৭ জুন তদন্ত শুরু হয়। তাদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার দু’টি অভিযোগ আনা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।