জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামান্তা সীমান্তে আটটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি সদস্যরা।
সামান্তা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার গোলাম মাওলা জানান, মঙ্গলবার ভোরে গরু চোরাকারবারিরা পিকআপে আটটি ভারতীয় গরু নিয়ে সামান্তা বাজার অতিক্রম করার সময় ৫৮ বিজিবির অধীনস্থ সামান্তা বিওপির টহল দল তাদের গতি রোধ করলে তারা গাড়ি ফেলে পালিয়ে যায়। তিনি আরও জানান, এ সময় তারা আটটি গরু আটক এবং পিকআপটি জব্দ করে। গরুগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ও গাড়ির মূল্য ১২ লাখ টাকা।
৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কামরুল আহসান জানান, একটি সিন্ডিকেট গোপনে ভারতীয় গরু পাচার করছিল এমন সংবাদ পেয়ে সামান্তা বাজার থেকে গরু আটক ও গাড়ি জব্দ করা হয়। এগুলো দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে। সীমান্তে যে কোনো ধরণের চোরাচালান কঠোর হস্তে দমন করা হবে, যোগ করেন কামরুল আহসান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।