জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহ জেলার সকল পৌরসভা এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র জেলা শহরে ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল অব্যাহত থাকবে। আগামী শনিবার ১৯ জুন থেকে এ আদেশ কার্যকর হবে। গতকাল বিকেল ৩টার দিকে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সহ অনেকে। সভায় মহেশপুর উপজেলার সীমান্ত সংলগ্ন ৬টি ইউনিয়নে পুর্বে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আরো ৭দিন বাড়ানো হয়েছে। গেলো ২৪ ঘন্টায় ঝিনাইদহ জেলায় ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জন করোনা শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে আক্রান্তের হার ৩৫%। বুধবার সদর হাসপাতালে মৃত্যু বরণ করেছেন একজন। এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৬১ জন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।