ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে ছুরিকাঘাতের চেষ্টাকালে পুলিশের গুলীতে মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে।। বৃহস্পতিবার ভোর রাতে মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। আহত মাদক ব্যবসায়ী উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, তারা গোপন সূত্রে জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে ফেন্সিডিলের একটি চালান বাংলাদেশে ঢুকেছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে যায়। রাত দেড়টার দিকে যুগিহুদা গ্রামের মাঠে চোরাচালানীরা তাদের সামনে পড়ে। তাদের ধরতে গেলে মনিরুল পুলিশকে ছুরিকাঘাত করার চেষ্ঠা করে। তখন পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে। এতে গুলীবিদ্ধ হয়ে সে মাটিতে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তাকে গ্রেফতার করে ঝিনাইদহ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা আছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।