ঝিনাইদহ প্রতিনিধি >>
সারাদেশ থেকে সকল প্রকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফার্মেসী থেকে কোম্পানীকে ফেরত দেওয়ার জন্য অভিযান শুরু করেছে ওষুধ প্রশাসন। এরই অংশ হিসেবে ঝিনাইদহের ফার্মেসীগুলোকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আলাদাভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছে জেলা ওষুধ তত্বাবধায়ক।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হলিধানী, নগর বাথান বাজারের ১০ টি ফার্মেসী ও শহরের বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ কোন ওষুধ পাওয়া যায়নি। অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর হোসেন নির্ঝর ও জেলা ওষুধ তত্বাবধায়ক নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
জেলা ওষুধ তত্বাবধায়ক নাজমুল হাসান জানান, সারা দেশ থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোম্পানীগুলোতে ফেরত দেওয়ার জন্য ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলার সকল ফার্মেসী থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরিয়ে দেওয়ার জন্য আলাদাভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।