জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
পানি নিষ্কাশনের ব্যবস্থা ও পরিচ্ছন্ন এলাকা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সরকার। তাই সরকারি অর্থায়নে ঝিনাইদহের ডাকবাংলা উত্তর নারায়নপুর ত্রিমমোহনী থেকে বাজার গোপালপুর সড়কের আঃ রব মুন্সির মিল পর্যন্ত যে ড্রেনের কাজ হয়েছিল তা নতুনের গন্ধ যেতে না যেতেই “আঃ গনি অটো রাইস” মিলে ঢুকতে ড্রেনের উপর দেখা যায় লাঠির ডগায় লাল পতাকা হেলেদুলে উড়ছে। এলাকাবাসীর দাবি কাঁচা ড্রেনের উপর গাড়ি তোলায় ড্রেনটি ভেঙে গেছে। যখন তখন ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই লাল পতাকা দেওয়া হয়েছে। পথচারীদের অভিযোগ রাস্তার অবস্থা এমনিতেই অনেক খারাপ তাতে আবার সব সময় দু’ধারে গাড়ি পার্কিং করে রাখে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় সবার। এ রাস্তা দিয়ে সবসময় সাধারণ মানুষ চলাচল করে থাকে।আবার পাশের ড্রেন টি ভেঙে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিল। বিষয়টি প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশু দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।