ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে রাশেদ হোসেন (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত একটি হোসেনের ছেলে। গত (১৬ নভেম্বর) সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে কোলা ইউনিয়নের কালাবাজার থেকে নিখোঁজ হয় সে। সেই থেকে তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলাতে পারেনি। প্রতিবন্ধী রাশেদ স্পষ্টভাবে কোন কথা বলতে পারেনা। ‘দুটো টাকা দেও’ শুধু মাত্র এই কথাটুুকুই বলতে পারে। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি রাশেদের সন্ধান পান তাহলে ০১৭৪৯-৮৫০৯৮৬, ০১৯২৪-৭৬৬১৭৯ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।