ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার সদর উপজেলার ১২ নং দোগাছি ইউনিয়নের কদমতলা পুটিয়ার ঐতিহ্যবাহী সেই ১০ (দশ) মাথা ওয়ালা খেঁজুর গাছটি ঘূর্ণিঝড় আম্পান এর ভয়াল তান্ডবে মাঝখান থেকে ভেঙে পড়েছে। এটা ছিল ঝিনাইদহ জেলার এক ঐতিহাসিক নিদর্শনমূলক গাছ। দূরদূরান্ত থেকে অনেকেই গাছটি দেখতে আসতো। গাছটির বয়স প্রায় শত বছর। গাছটি ছিল ঝিনাইদহের প্রাকৃতিক ঐতিহ্যের ধারক ১০ মাথার খেঁজুর গাছের মালিক কলমখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলী মাস্টার। তিনি বলেন, আমাদের পুকুর পাড়ে এই ১০ মাথা ওয়ালা খেঁজুর গাছটি আমি ছোট কাল থেকে দেখে আসছি। পুটিয়া গ্রামের প্রভাষক এম আক্তার মুকুল বলেন, আমি ছোট কাল থেকে ১০ মাথা ওয়ালা খেঁজুর গাছটি দেখে আসছি। আমার মনে হয় গাছটির বয়স প্রায় ১০০ বছর হবে। সকাল, দুপুর, বিকাল, মানুষ দূর দূরান্ত থেকে গাছটি দেখতে উৎসুক জনতা প্রায়ই ভিড় জমাতো। এমনকি এই গাছটি দেখার উদ্দেশে অনেক আত্মীয়-স্বজন আত্মীয় বাড়ীতে বেড়াতে আসতো। এম আক্তার মুকুল আরো বলেন, একটা মজার বিষয় হলো ১০ টি গাছেই গাছিরা গাছ কেটে হাড়ি বাঁধতো। প্রতি দিন প্রায় ৬,৭, হাড়ি রস হতো। যেটা ছিল কিনা এই সময় ঝিনাইদহের প্রাকৃতিক ঐতিহ্যের ধারক। গাছটি ভেঙে যাওয়ায় এলাকার মানুষ ভীষণ কষ্ট পেয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।