ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় টাকার বিনিময়ে চলে কেরাম খেলা । বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম। আরাপপুর নেভি অফিসের পাশে অভিযানকালে তিনি দেখেন স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা সেখানে টাকা দিয়ে কেরাম খেলছে। এ সময় কেরাম বোর্ডের মালিক রবিউল ইসলাম কৌশলে পালিয়ে গেলে আটক করা হয় তার ছেলে মুস্তাককে।
নির্বাহী অফিসার শাম্মি ইসলাম জানান, চায়ের দোকানের আড়ালে সেখানে কেরাম খেলা চলে। ৪টি দোকানে অভিযান চালিয়ে কেরাম বোর্ড জব্দ করা হয়েছে। দোকান মালিককে জরিমানা করা হয়েছে বলেও জানান নির্বাহী অফিসার শাম্মি ইসলাম। ওই দোকানে মাদক বিক্রি বা সেবন করা হতে পারেও বলে তিনি আশঙ্কা করেন। অভিযানের সময় ঝিনাইদহ সদর থানার এএসআই সুজাত আলী ও ইউএনও অফিসের ওএস জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।