মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযুদ্ধা,রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিক প্রতিনিধিদের বিতরণের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আতিকুর ইসলাম তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আনোয়ারুল হক জেলা নির্বাচন কর্মকর্তা শেরপুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা, শেরপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহজাহান আকন্দ ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান,বীর মুক্তিযুদ্ধা সুরুজ্জামান,নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুকুনুজ্জামান,চেয়ারম্যান হাতীবান্ধা জাহাঙ্গীর, চেয়ারম্যান গৌরিপুর আশরাফুল আলম পলাশ,উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন,প্রণিসম্পদ অফিসার এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ,দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম ,প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
২০০৭ হতে ২০১৬ সাল পর্যন্ত সময়ে নিবন্ধিত ভোটারদের মাঝে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে উপজেলার ৭ ইউনিয়নে ১ দিন করে এবং উপজেলা ৩ দিন এই ১০ দিন, ১ লক্ষ ১৪ হাজার নারী পুরুষের মধ্যে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কার্ড বিতরণ করা হবে।নিজে উপস্থিত হয়ে হাত ও চোখের ছাপ দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে হবে । নির্ধারিত ওয়ার্ড ভিত্তিক নির্ধারিত সময়ের মধ্যে এসে স্মার্ট কার্ড নেওয়ার জন্য বলা হয়েছে।
বিভিন্ন কারণে যারা এই সময়ের মধ্যে কার্ড নেওয়া থেকে বাদ পড়বে তাদের ইউনিয়নভিত্তিক সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, ২৯ হতে ৩১ ফেব্রুয়ারি ২০২৫ ইং সময়ের মধ্যে নিতে পারবে।
এর পরেও যারা এলাকার বাহিরে কর্মের কারণে আসতে সম্ভব হবে না তারা উপজেলা নির্বাচন অফিস থেকে নির্ধারিত তারিখের মধ্যে সংগ্রহ করতে পারবেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।