ক্রাইম পেট্রোল ডেস্ক : শেরপুর জেলার ঝিনাইগাতীতে গভীর রাতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র আইনের চার মামলার আসামিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। উপজেলার বড় রাংটিয়া গ্রাামের গান্ধিরাম কোচের ছেলে লিটন কোচকে (২১) গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এস আই সাজেদুল ইসলাম, এএসআই মাসরুক সিদ্দিকীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে আসামি লিটন কোচকে গ্রেফতার করে পুলিশ। আজ রবিবার শেরপুর কোর্টে তাকে প্রেরণ করা হয়েছে।
এসআই সাজেদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে নালিতাবাড়ীর থানায় ইয়াবা ও মাদকের দুইটি ও ঝিনাইগাতী থানায় মাদক ও অস্ত্র আইনে দুইটি মামলা রয়েছে ।মামলাগুলোতে নিয়মিত হাজিরা না দেওয়ার ফলে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট জারি করে। তাই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।