মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ) কে ক'টূক্তি এবং এর সমর্থনকারী বিজিবি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের মুসল্লিরা।
(২৯ সেপ্টেম্বর) রবিবার সকাল ১১ ঘটিকায় আমতলা ঝিনাইগাতী বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রতিবাদী কন্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মহানবী (সাঃ) কে কটূক্তিকারী ভারতের পুরোহিত এবং এর সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। সেই সাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান।
তারা আরও বলেন, সারাবিশ্বে মুসলমান যখন সাম্প্রদায়িক সম্প্রীতিতে একাত্মতা পোষণ করেছে, ঠিক তখনই ভারতের পুরোহিতসহ তার সমর্থকারীরা সাম্প্রদায়িক দাঙ্গায় ব্যস্ত হয়ে পড়েছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, মহানবীসহ সারা বিশ্বের মুসলমানদের নিয়ে যদি কোন কটূক্তি করা হয়, তাহলে বিশ্বের মুসলমান এক হয়ে প্রতিবাদ করবেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।