মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের বাসিন্দা স্টুডিও ব্যবসায়ী মো. সোহেলের ভুলবশত রকেটের অন্য নম্বরে চলে যাওয়া ২৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দিলেন পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে রকেটে অন্যত্র চলে যাওয়া উদ্ধার করা টাকা ওই ব্যবসায়ীর কাছে হস্তান্তর করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহিদ হোসেন, সদরের ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির।
জানা গেছে, গত ২৯ নভেম্বর দুপুরে স্টুডিও ব্যবসায়ী মো. সোহেল তার ব্যক্তিগত মোবাইলে আর্থিক সেবাদাতা রকেটের মাধ্যমে টাকা পাঠানোর সময় একটি ডিজিট ভুল করলে ২৪ হাজার ৫০০ টাকা অন্য একটি রকেট নম্বরে চলে যায়।তিনি টাকা ফেরত পাওয়ার জন্য রকেট অফিসে গিয়ে জানতে পারেন যার নম্বরে টাকাগুলো গেছে তিনি তার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে নিয়েছেন।পরে সোহেল ওই ব্যক্তির নম্বরে ফোন করে তার টাকাগুলো ফেরত চাইলে ওই ব্যক্তি তার ফোনে টাকা যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে সোহেল গত ১ ডিসেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের নির্দেশে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহিদ হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই নম্বরের ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয় ।
শনাক্ত হওয়া ব্যক্তি মাগুড়ার সদর উপজেলার বাসিন্দা ছিলেন। পরবর্তীতে মাগুরা সদর থানা পুলিশের সহযোগিতায় ওই ব্যক্তির নিকট থেকে ভুলবশত চলে যাওয়া ২৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।ওই উদ্ধারকৃত টাকা সোহেলের কাছে হস্তান্তর করে পুলিশ।
স্টুডিও ব্যবসায়ী মো. সোহেল বলেন, 'ভুল নম্বরে চলে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত। থানা পুলিশের আন্তরিকতা ও তাদের দায়িত্ব পালন দেখে আমি মুগ্ধ। এতো দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহিদ হোসেনের কাছে আমি কৃতজ্ঞ।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।