মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে 'এগ্রি স্টুডেণ্টস্ অ্যালায়েন্স বাংলাদেশ' এর উদ্যোগে ও প্রশাখা'র সার্বিক সহযোগিতায় শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সবজি চারা ও ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,
সয়েল রিসোর্স ডেভেলপমেণ্ট ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেছুর রহমান মুকিত।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মশিউর রহমান, কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. হাসনীন জাহান, এগ্রি স্টুডেণ্টস অ্যালায়েন্স বাংলাদেশের আহ্বায়ক আব্দুল্লাহ আল মুন্না,
ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক, প্রশাখার উপদেষ্টা মাসুদ হাসান,
প্রশাখার সভাপতি শ্রী শংকর রায়,সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্টেলিয়া, বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব জার্মানি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বা'পা), ইউনাইটেড ফর হিউম্যানিটি, নালিতাবাড়ী, কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৭-৯৮ ব্যাচ এসোসিয়েশন, বাকৃবি রোটারেন্ট ক্লাব, বাকৃবি'র আর্থিক সহযোগিতায় ঝিনাইগাতীতে ৭০জন এবং নালিতাবাড়ীতে ২২জনসহ মোট ৯২জন বন্যায় অতি ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে ছাগল ও বিভিন্ন সবজির বীজ ও চারা প্রদান করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।